
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: খালের জলে সরকারি শতাধিক বস্তা চাল পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের শ্রীরামপুর এলাকায়। কে বা কারা রাতের অন্ধকারে এই চাল ফেলে গেছে? এলাকায় চাঞ্চল্য। পটাশপুর এক নম্বর ব্লকের ব্রজলাল গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীরামপুর খালের ব্রীজের তলায় এই চাল পড়ে থাকতে দেখেন পথ চলতি মানুষজন। বস্তা বস্তা চাল পড়ে থাকতে দেখে ইতিমধ্যে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। এই চালের বস্তার উপর সিলমোহর দেখে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে রেশনে সরবরাহ করা হয় এই চাল। একটি চালের মিলের নাম লেখা রয়েছে।
বেশ কিছু বস্তা গ্রামবাসীরা উদ্ধার করেছেন। পোকা ও পচা চাল। আরও অনেক বস্তা খালে পড়ে রয়েছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। পুলিশ প্রশাসনকে খবর দেন এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গ্রাম পঞ্চায়েত প্রধান পূরবী মাইতি। তাঁর মতে, 'এইসব চাল সরকারি সরবরাহের চাল। কারা এইভাবে ফেলেছে তদন্ত হবে। শুধু তাই নয়, ভালো চাল আগে থেকে খালে ফেলে দেওয়া হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এর পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তাও তদন্ত হবে।'
খাদ্যদ্রব্য নষ্ট করা এবং জনসাপেক্ষে এইভাবে ফেলে অবহেলা করা এই নিয়ে দোষীদের চিহ্নিত করে কঠিন শাস্তির দাবি জানিয়ে ইতিমধ্যে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেছেন। এলাকার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন, 'বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক। খুব শীঘ্রই খাদ্য দপ্তরের সঙ্গে কথা বলে তদন্ত চালানো হবে।' খবর পেয়ে এলাকাটি ঘিরে দিয়েছে পুলিশ প্রশাসন। গ্রামবাসীরা যারা চাল তুলছিলেন তাদেরকে তুলতে বারণ করা হয়েছে। সরকারিভাবে চাল গুলি তোলা হবে এবং সিজ করা হবে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও